Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
জনাব রেহানা ইয়াছমিন স্যার, যুগ্ম সচিব, কৃষি মন্ত্রণালয়- বীজ উৎপাদন কন্ট্রাক্ট গ্রোয়ার্স জোন,বিএডিসি, ঠাকুরগাঁও-এ বোরো ধান বীজের মাঠ পরিদর্শন করেন।
Details

অদ্য ১৩/০৫/২০২৩ইং তারিখ রোজঃ শনিবার জনাব রেহানা ইয়াছমিন স্যার, যুগ্ম সচিব, কৃষি মন্ত্রণালয়- বীজ উৎপাদন  কন্ট্রাক্ট গ্রোয়ার্স জোন,বিএডিসি, ঠাকুরগাঁও-এ বোরো ধান বীজের মাঠ পরিদর্শন করেন। বিএডিসি, ঠাকুরগাঁও এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান ঠাকুরগাঁও জেলার সুযোগ্য ডিসি স্যার, বিভিন্ন দপ্তরে কর্মরত উপপরিচালক মহোদয় ও এডিসি( সার্বিক) মহোদয়, বিভিন্ন দপ্তরের সিনিয়র সহকারী পরিচালক,সহকারী পরিচালক মহোদয় এবং উপসহকারী পরিচালকবৃন্দসহ অন্যান্য কর্মকর্তাগণ । বীজ উৎপাদন  কন্ট্রাক্ট গ্রোয়ার্স জোন,বিএডিসি, ঠাকুরগাঁও-এ বোরো ধান বীজের মাঠ পরিদর্শন করেন ও  সন্তোষ প্রকাশসহ চুক্তিবদ্ধ চাষিদের সাথে কথা বলেন এবং পরবর্তীতে করণীয় সম্পর্কে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। এছাড়াও  অন্যান্য দপ্তরের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। উক্ত সময়ের কিছু স্থির চিত্র।

Images
Attachments
Publish Date
13/05/2023
Archieve Date
30/06/2024